বিমানে ওঠার আগেই করে নিন এক কাজ! দুর্ঘটনার কবলে পড়লেও বিপদ কম
credit:TV9
TV9 Bangla
বিমানের টিকিট কাটতে গেলে দেখবেন আপনার যাত্রার সময় কোনও দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা ঘটলে তার জন্য একটি বিশেষ বিমা করানোর ব্যবস্থা রয়েছে। বহু বিমা কোম্পানি ও এজেন্সি বিমান যাত্রার আগে স্বল্প মেয়াদী বা নির্দিষ্ট ফ্লাইটের জন্য বিমা প্রদান করে থাকে।
প্রশ্ন হল কেন এই বিমা করাবেন? দুর্ঘটনাজনিত মৃত্যু বা আঘাতের কভারের জন্য। যাত্রাকালে কোনও দুর্ঘটনা ঘটলে বিমা থাকলে যাত্রীর পরিবার ক্ষতিপূরণ পায়, যা সাধারণত একটি নির্দিষ্ট টাকার পরিমাণ হয়ে থাকে।
চিকিৎসা খরচের দেয় এই বিমা। বিদেশে যাত্রার সময় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা ব্যয় অনেক বেশি হয়। বিমা থাকলে সেই খরচ আংশিক বা পুরোটা কভার করে।
ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়লে ক্ষতিপূরণ পাবেন। ফ্লাইট ক্যানসেল, বিলম্ব বা মিসড কানেকশন হলে বিমা থেকে ক্ষতিপূরণ পাওয়া যায়। এতে অপ্রত্যাশিত খরচের বোঝা কমে।
ব্যাগেজ হারানো বা ক্ষতিগ্রস্ত হলে সহায়তা পাবেন। চেক-ইন ব্যাগেজ যদি হারায় বা ক্ষতি হয়, বিমা সংস্থা নির্ধারিত অঙ্ক ক্ষতিপূরণ দেয়।
ডকুমেন্ট হারিয়ে গেলেও ভয় নেই। পাসপোর্ট বা টিকিট হারিয়ে গেলে বিমা সাহায্য করে নতুন ডকুমেন্ট জোগাড়ে ও প্রয়োজনীয় খরচ মেটাতে।
বিমা থাকলে যাত্রীর মনে একটা আর্থিক নিশ্চয়তা থাকে, যা চাপ কমায়। বিদেশে আইনি সমস্যায় পড়লে কিছু বিমা প্ল্যান আইনি সহায়তার ব্যবস্থাও করে।
বিমানে ওঠার আগেই বিমা করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। এটি স্বল্প খরচে বড় সুরক্ষা দেয়। বিনিয়গের আগে সমস্ত নথি ভালো করে পড়ে নেবেন।