৫ লাখ টাকা বিনিয়োগ করলে ফেরত পাবেন ১০ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই স্কিম
credit:PTI
TV9 Bangla
আজকাল বিনিয়োগের অনেক রকম মাধ্যম রয়েছে। শেয়ারের বাজারের সঙ্গে বাড়ছে মিউচুয়াল ফান্ড, নিফটি ৫০ মতো প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা বাড়ছে। অনেকেই এখনও এই সব জায়গায় বিনিয়োগ করতে ভয় পান।
শেয়ার বাজারে বিনিয়োগ না করেও কিন্তু অল্প সময়ে পেতে পারেন দ্বিগুণ রিটার্ন। তার জন্য ভরসা রাখতে পারেন পোস্ট অফিসের উপরে। এতে টাকার নিরাপত্তাও অনেক বেশি।
পোস্ট অফিসের সেই প্রকল্পটি হল কিষাণ বিকাশ পত্র বা কেভিপি। এই প্রকল্পের অধীনে মাত্র ১১৫ মাসে বিনিয়োগের অর্থ হবে দ্বিগুণ।
সব পোস্ট অফিস সেভিং স্কিমের আওতায় সরকার ত্রৈমাসিক ভিত্তিতে এখানে সুদ নির্ধারণ করে। এই কিষাণ বিকাশ পত্র যোজনার অধীনে বর্তমানে বিনিয়োগকারীরা ৭.৫ শতাংশ হারে সুদ পান।
এই সুদ বার্ষিক ভিত্তিতে প্রকাশ করা হয়। আপনার সন্তানের নামেও খুলতে পারেন এই স্কিম। এই সরকারি প্রকল্পে ১০ বছরের বেশি বয়সী কোনও শিশুর নামে একটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
যদি কেউ এই প্রকল্পে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৭.৫% হারে সুদ পেলে ১১৫ মাস পরে সুদের অঙ্ক হয় ৫ লক্ষ টাকা। অর্থাৎ সুদ-আসল মিলিয়ে রিটার্নের পরিমাণ হবে ১০ লক্ষ টাকা।
সবচেয়ে ভাল বিষয় হল এই প্রকল্পের অধীনে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। একজন বিনিয়োগকারী একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন, সেখানেও কোনও সীমা নেই।
কোনও রকম বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না। বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।