কেবল কলকাতা বিমানবন্দরেই পাবেন ১০ টাকার চা, কী ভাবে জানেন?
insomnia 3

31 JAN 2025

কেবল কলকাতা বিমানবন্দরেই পাবেন ১০ টাকার চা, কী ভাবে জানেন?

credit:Getty Images

image

TV9 Bangla

কলকাতাবাসীদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কলকাতা বিমানবন্দ ওরফে নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর।

কলকাতাবাসীদের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কলকাতা বিমানবন্দ ওরফে নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর।

বিমান বন্দরের সব ভাল, খালি একটাই সমস্যা। খাবার দাবারের বড্ড বেশি দাম। এবার সেই সমস্যার সমাধান হয়ে গেল। খুলে গেল প্রথম সস্তা খাবার ক্যাফে।

বিমান বন্দরের সব ভাল, খালি একটাই সমস্যা। খাবার দাবারের বড্ড বেশি দাম। এবার সেই সমস্যার সমাধান হয়ে গেল। খুলে গেল প্রথম সস্তা খাবার ক্যাফে।

পরিসংখ্যান বলছে প্রথম মাসে প্রতিদিন গড়ে ৯০০ জন যাত্রী এই ন্যায্য মূল্যের 'উড়ান যাত্রী ক্যাফে'তে খাবার খেয়েছেন। অর্থাৎ ১ মাসে ২৭০০০ মানুষ এই পরিষেবা পেয়েছে।

পরিসংখ্যান বলছে প্রথম মাসে প্রতিদিন গড়ে ৯০০ জন যাত্রী এই ন্যায্য মূল্যের 'উড়ান যাত্রী ক্যাফে'তে খাবার খেয়েছেন। অর্থাৎ ১ মাসে ২৭০০০ মানুষ এই পরিষেবা পেয়েছে।

এই ক্যাফেতে পাওয়া যায় অনেক কিছুই। জলের বোতল, চা, কফি। শিঙাড়া বা মিষ্টির মতো পদের দাম খুবই কম।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুসারে, ক্যাফেতে জলের বোতলের দাম ১০ টাকা, চায়ের দাম ১০ টাকা, কফি ২০টাকা, শিঙাড়া এবং মিষ্টির দাম ২০ টাকা।

গত বছর ছিল কলকাতা বন্দরের শতবর্ষ। ২১ ডিসেম্বর ঘটা করে পালিত হয় উদযাপন। সেই সময়ে চালু হয় এই ক্যাফের।

বিমানবন্দর সূত্রে খবর এই ক্যাফেটি বিমানবন্দর কতৃপক্ষ চালায় না। একটি বেসরকারি সংস্থার হাতে রয়েছে পরিচালনার দায়িত্ব।

সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এবং ইন্ডিয়ান এয়ারপোর্ট অথরিটি এর সহযোগীতায় এই ক্যাফে চালু করা হয়।