জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, ধনতেরাসে তিনটি প্রদীপ জীবনের সমস্ত ঝামেলা দূর করে।
ধনতেরাসে যমের নামে প্রথম প্রদীপ জ্বালানো হয়। প্রদোষে ধনতেরাস পূজা করা শুভ।
শাস্ত্র অনুসারে, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় যমের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর বিধান রয়েছে।
ঘরের বাইরে আবর্জনার স্তূপের কাছে বা দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ জ্বালিয়ে রাখুন।
শাস্ত্র মতে অর্থ সমস্যা, রোগ ও অশুভ শক্তি থেকে মুক্তি পেতে দীপাবলিতে প্রদীপ জ্বালানো হয়।
যে কোনও মন্দিরে গরুর ঘির প্রদীপ জ্বালালে ঋণ থেকে দ্রুত মুক্তি মেলে।