এক সময় মা-ঠাকুমারা চুলের যত্নে আমলকি ব্যবহার করতেন। এই উপাদান চুলের উপর কী প্রভাব ফেলে জানেন?

চুলের বৃদ্ধিতে সাহায্য করে আমলকি। ঘন, লম্বা চুল পেতে পারেন আমলকির ব্যবহারে।

চুল পড়া রোধ করে আমলকি। চুলের গোড়া মজবুতে বিশেষ ভূমিকা পালন করে এই উপাদান।

খুশকির সমস্যায় ভুগছেন? আমলকির কাছে এই সমস্যারও সমাধান রয়েছে।

স্ক্যাল্পে চুলকানির সমস্যাকে দূরে রাখে আমলকি। স্ক্যাল্পকে পরিষ্কার রাখে এই উপাদান।

পাকা চুলের সমস্যাও দূর করে দেয় আমলকি। এমনকী উকুনের সমস্যাও দূর করে।

টক দইয়ের সঙ্গে আমলকির গুঁড়ো মিশিয়ে স্ক্যাল্প ও চুলে মাখলেই এই সব উপকারিতা পাবেন।