Cancer patients (2)
WS

বর্তমানে ঘরে ঘরে কর্কট রোগ।  চিকিত্‍সাব্যবস্থা উন্নত হচ্ছে যত, রোগের প্রকারভেদও বাড়ছে তত।

Cancerfood
WS

ক্যানসারের চিকিত্‍সায় কেমোথেরাপি হল একটি অংশ। এর পার্শ্বপ্রতিক্রিয়া যেমন রয়েছে, তেমনি রোগের সুফল দিকও রয়েছে।

Cancerfood1
WS

ক্যানসারের চিকিত্‍সা চলাকালীন ডায়েটের দিকেও বিশেষ যত্ন নেওয়া উচিত। সবসময় টাটকা ফল ও সবজি খাওয়া জরুরি।

Cancerfood5
WS

ফ্রিজে বেশিদিন ধরে রাখা কোনও খাবার খাবেন না কর্কট রোগের রোগীরা।

যে সব খাবারে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে, সেইসব খাবার যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভল।

তেলেভাজা, সিঙ্গারা, মশলা-যুক্ত খাবার কর্কটরোগীদের জন্য ক্ষতিকর।

নরম ভাত, সেদ্ধ খাবার, টাটকা সবজি দিয়ে রান্না করা খাবার খান রোজ। তাতে হজমে কোনও অসুবিধা হবে না।

সরাসরি আগুনে পুড়িয়ে তৈরি খাবার কখনও খাবেন না।