31 JAN 2025

বায়ুসেনাতে চলছে নিয়োগ, হাতে মাত্র ২ দিন, কী ভাবে অ্যাপ্লাই করবেন জানেন?

credit:PTI

TV9 Bangla

ভারতীয় সেনাবাহিনীতে চলছে অগ্নিবীরদের নিয়োগের কাজ। আর বায়ূসেনার এই পদের জন্য আবেদনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। অর্থাৎ হাতে মাত্র ২দিন। কী ভাবে আবেদন করবেন জানেন?

অফিসিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in- এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন প্রার্থীরা। আগে আবেদনের শেষ তারিখ ছিল ২৭ জানুয়ারি, যা পরে বাড়িয়ে ২ ফেব্রুয়ারি করা হয়েছে।

এই পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে? আবেদনকারীর বয়স কত? রইল সব রকম খুঁটিনাটি।

আবেদনকারীদের অঙ্ক, ফিজিক্স এবং ইংরেজিতে নুন্যতম ৫০% নিয়ে ১২ পাস হতে হবে। সামগ্রিক ভাবে ৫০% এবং ইংরেজিতে ৫০ নম্বর থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরও তথ্যের জন্য, প্রার্থীরা জারি করা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

প্রার্থীদের জন্ম ১ জানুয়ারী ২০০৫ থেকে ১ জুলাই ২০০৮ এর মধ্যে হতে হবে। প্রার্থী যদি বাছাই প্রক্রিয়ার সমস্ত ধাপে উত্তীর্ণ হন, তাহলে নিয়োগের তারিখে তাদের সর্বোচ্চ বয়স হবে ২১ বছর।

আবেদনকারীদের ৫৫০ টাকা পরীক্ষার ফি দিতে হবে। এর সঙ্গে জিএসটিও কার্যকর করা হয়েছে। এই ফি অনলাইন মোড (ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং) মাধ্যমে প্রদান করা যেতে পারে।

তিন ধাপে বাছাই করা হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে এবং সফল প্রার্থীদের শারীরিক পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে। উভয় পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in- এ যান। হোম পেজে 'অগ্নিবীরবায়ু পাঞ্জাং 01/2026' অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন। নিয়ম মেনে আবেদন করে, নথি আপলোড করে পরীক্ষার জমা দিলে আবেদন সম্পূর্ণ হবে।