৪-৫টি কাজু ১৫ মিনিট জলে ভিজিয়ে রাখুন।
তারপর কাজুগুলোকে দুধের সঙ্গে মিক্সিতে পেস্ট করে নিন।
এতে সামান্য পরিমাণ বেসন মেশান।
চাইলে এতে আপনি কেশরও মেশাতে পারেন।
এবার এই মিশ্রণটি ত্বকের উপর লাগান।
মিনিট কুড়ি অপেক্ষা করার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।