চোখের পাতা কাঁপা অনেকেরই হয়। তবে যু যুগ ধরে এই চোখের পাতা কাঁপা নিয়ে মিথ্যে কিছু ধারণা প্রলিত রয়েছে
কাজের ফাঁকে মাঝেমাঝেই চোখের পাতা কেঁপে ওঠে অনেকেরই। সামান্য কাঁপুনি হলেও তা বেশ কষ্টদায়ক
এই সমস্যা খুব গুরুতর না হলেও বেশিদিন কিন্তু ফেলে রাখবেন না
এই ধরনের সমস্যার মূল কারণ তিনটি। শারীরিক, মানসিক এবং স্নায়বিক
এই তিনটির যে কোনও একটি কারণে চোখের পাতা কাঁপতে পারে। তবে এর মূল কারণ কিন্তু হল ক্লান্তি
মানসিক উদ্বেগ, ঘুম কম হওয়া, ঘন ঘন ধূমপান, অতিরিক্ত কফি খাওয়া, অনেক ক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকার কারণেও এরকম হয়