এই তীব্র গরমে ঘরে থাকলে এক মুহূর্ত ফ্যান বন্ধ করার উপায় নেই।

একটানা কতক্ষণ সিলিং ফ্যান চালানো উচিত? অনেকেই এই প্রশ্ন করেন।

ফ্যান যদি দিনে-রাতে একটানা চলতে থাকে, তাহলে ওভারহিট হচ্ছে কি না দেখে নিন।

বিনা বিশ্রামে সিলিং ফ্যান চালিয়ে রাখলে সেটির আয়ু কমবে নিশ্চিতভাবে।

মাঝেমধ্যে ফ্যানকে বিশ্রাম দিন; তাতে ফ্যানের আয়ু বাড়বে, বিদ্যুৎ সাশ্রয়ও হবে।

তবে ফ্যানের ব্লেডে ধুলো, ময়লা জমলে ফ্যানের হাওয়া কম লাগবে।

তাই সবথেকে গুরুত্বপূর্ণ হল ফ্যানের ব্লেড ও মোটর পরিষ্কার রাখা।