কৃষ্ণপুজোয় ছাপ্পান্ন ভোগের আয়োজনের রীতি। তার মধ্যে ভোগ হিসেবে কিছু ডেসার্টও থাকে।

২লিটারে দুধ ফুটে ১ লিটার হেয়ে গেলে তাতে ওটস, এলাচের গুঁড়ো, কেশর,বাদাম কুচি, ও নারকেল কোড়া ও গুড় দিন। হয়ে গেলে বরফির আকার দিন।

কৃষ্ণ জন্মাষ্টমীতে খান কিছু স্বাস্থ্যকর মিষ্টি। যেগুলি সত্যিই শরীরের জন্য উপযুক্ত।

আনজির গরম জলে ভিজিয়ে রাখুন আগে থেকেইষ এরপর দুধ গরম হয়ে ঘন হলে তাতে এলাচের গুঁড়ো, কেশর, ড্রাইফ্্রুটস ও বাদাম দিন। এরপর আনজির ব্লেন্ড করে ক্ষীর বানিয়ে ফেলুন।

খেজুর, ফিগ জলে ভিজিয়ে রাখুন পরের দিন পেস্ট করুন। একটি প্যানে ঘি গরম করে তাতে আমন্ড, বাদাম, পেস্তা. কাজুবাদাম ভেজে তা পেস্ট করে নিন। এরপর লাডুর মত তৈরি করে নিন।

বিট ভাল করে গ্রেট করে নিন। এরপর প্যানে দুধ গরম হলে তাতে বিট, এলাচ গুঁড়ো, বাদাম, ড্রাই ফ্ুটস, গুড় দিয়ে ক্ষীর তৈরি করুন।