কঙ্গনা রানাওয়াতের প্রাক্তন প্রেমিক আধ্যায়ন সুমন দাবি করেন, কঙ্গনা তাঁর উপর কালো জাদু করত।
অভিনেত্রী পুজা মিশ্রার দাবি শত্রুঘ্ন সিনহা এবং তার পরিবার তাঁকে যৌন কেলেঙ্কারিতে জড়ানোর জন্য কালো জাদুর সাহায্য নেয়।
সুশান্ত সিং রাজপুতের উপর কালো জাদু করেছিলেন রিয়া চক্রবর্তী, এমন অভিযোগ রয়েছে।
শরদ মালহোত্রার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দিবাঙ্কা ত্রিপাঠী কালো জাদুর সাহায্য নেন শরদকে ফিরে পেতে। নিজেই সেই কথা স্বীকার করেন। কিন্তু কোনও লাভ হয়নি, তাও জানান।
পায়েল রোহতগি স্বীকার করেন, তিনি নিজের কেরিয়ার বাঁচাতে কালো জাদুর সাহায্য নেন।