সম্প্রতি সোনাক্ষী সিনহা নিজের সোশ্যাল মিডিয়াতে হীরের আংটি পড়ে ছবি পোস্ট করেন। সবাই ভাবে তাঁর বাগদান হয়েছে। কিন্তু পরে তিনি জানান, এটা তাঁর নিজস্ব ব্র্যান্ডের প্রচার।
শুধু সোনাক্ষী নন, এর আগেও অনেক সেলিব্রিটি নিজেদের ভক্তদের এভাবে বোকা বানিয়েছেন। যেমন আমির খান। প্রাক্তন স্ক্রী কিরণ রাও-এর ছবি 'ধোবি ঘাট' অভিনয় করেন আমির। কিন্তু ছবি মুক্তি পাওয়া অবধি তিনি বলে গিয়েছেন তিনি ছবিতে নেই।
সম্প্রতি করণ জোহরও তাঁর ভক্তকুলকে বোকা বানিয়েছেন এই বলে, তাঁর শো 'কফি উইথ করণ' হচ্ছে না, এই বলে। তবে পরে জানান, শো হচ্ছে, তবে ওটিটি প্ল্যাটর্ফমে।
ইমরান হাসমি সমানে বলে যাচ্ছেছিলেন তিনি সলমন খানের 'টাইগার ৩' ছবিতে নেই। কিন্তু সত্যিটা একেবারে আলাদা। রয়েছেন আর তিনিই ছবির প্রধান ভিলেন।
নেহা কক্কর বিয়ের পর পরই স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বেবি বাম্প নিয়ে ছবি ভাগ করেন সোশ্যাল মিডিয়াতে। সকলে ভাবেন তিনি অন্তঃস্বত্তা। পরে জানা যায, নিজেদের একটি গানের প্রচারের জন্য তিনি এমন করেছেন।