'কথা বলতে পারে না কি'?
সম্প্রতি সুস্মিতা সেনের একরত্তি ভাইঝিকে নিয়ে এল এমনই মন্তব্য
ভাইজির নাম জিয়ানা, ভাই রাজীবের একমাত্র মেয়ে সে
সম্প্রতি জিয়ানার মা চারু তাঁর এক ভিডিয়ো পোস্ট করেছিলেন
সেখানে প্রায় গোটা সময় ধরেই চুপ ছিল খুদে
এরপরেই ট্রোল,তাতে ক্ষুব্ধ চারু
জানিয়েছেন, আধো বুলিতে কথা বলে সে ,সময় এলে ঝরঝর করে কথা বলবে