দেশে স্মার্ট টিভি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

এটি চালানোর জন্য স্মার্ট OS বক্সেরও প্রয়োজন হয়।

অনেকেই জানেন না স্মার্ট OS বক্সে ম্যালওয়্যার অ্যাটাক হয়।

আপনার টিভিটি তা থেকে নিরাপদ আছে তো?

ভাইরাস ঢুকেছে কি না, জেনে নিন এই সহজ উপায়ে।

টিভির ‘Settings’-এ গিয়ে ‘Play Protect Certification’-এ যান।

এখানে দেখতে পাবেন টিভিটি গুগল দ্বারা সার্টিফায়েড কি না।

যদি সার্টিফায়েড থাকে, তাহলে তাতে কখনই ম্যালওয়্যার অ্যাটাক হবে না।