বাজারে মাছ দেখলে বাঙালি আর চুপ করে দাঁড়াতে পারেন না

হাতের কাছে যা পান তাই লোভে পড়ে কিনে বসেন

 এক্ষেত্রে তাই অনেকসময়ই ঠকে যাওয়ার আশঙ্কা থাকে

 মাছ খাঁটি বুঝবেন কী করে? জানুন

এক্ষেত্রে নজর দিতে হবে মাছের কানকোর দিকে

কানকো যদি লাল টুকটুকে হয় তবেই সেই মাছ কিনুন

মাছের ত্বক যেন উজ্জ্বল ও তেলতেলে হয়

এছাড়া টাটকা মাছের চোখ সবসময় ঝাপসা হয়

মাছের চোখে যদি সাদা স্তর না থাকে তাহলে বুঝবেন মাছটি টাটকা