রান্না একটা শিল্প। তবে অনেকসময়ই তাতে গন্ডগোল হয়ে যায়

 রান্নায় নুন বেশি পড়ে যায়

এতেই বাড়ে বিপদ 

 খাবারটা পুরো নষ্ট হয়ে যায়

তবে উপায় আছে যা মানলে রান্নায় অতিরিক্ত নুন কমানো যায়

 খাবারে দই মিশিয়ে দিন

ছোট-ছোট আটার বল বানিয়ে খাবারে দিয়ে দিন

একইভাবে গোটা পেঁয়াজ দিলেও কাজ হবে

 ১ চামচ ভিনিগারের সঙ্গে চিনি মিশিয়ে দিয়ে দিন