রান্নায় ব্যবহার হয় আদা-রসুন

 তবে এই আদা-রসুন ছাড়ানো বড় ঝক্কির কাজ

সহজ উপায় মেনে চললে আর ঝক্কি মনে হবে না

জানুন কী করতে হবে...

একটা পাত্রে জল নিন

তাতে আদা-রসুন দিয়ে মাইক্রোওয়েভে ১ মিনিট ঘুরিয়ে নিন

দেখবেন তাড়াতাড়ি খোসা ছেড়ে যাবে

এছাড়া হালকা গরম জলে আদা-রসুন কিছুক্ষণ ভিজিয়ে রাখলেও কাজ হবে

আদা-রসুন ছাড়াতে পিলার নয়, সাধারণ ছুরি ব্যবহার করুন