আপনার ফোনে 5G নেটওয়ার্ক কাজ করবে কি না, জেনে নিন এই বিশেষ উপায়ে।
তারপর ফোনে নেটওয়ার্ক সেটিংস অপশন ওপেন করতে হবে।
যদি দু'টি সিম ব্যবহার করেন, তাহলে তা দেখতে পাবেন।
যেটায় 5G নেটওয়ার্ক চান, তাতে ক্লিক করুন।
এরপর 2G/3G/4G/ নির্বাচন করতে হবে।
এখানে যদি 5G লেখাটি দেখতে পান, তাহলেই কেল্লাফতে।
5G লেখা থাকলে, সেই নেটওয়ার্ক সাপোর্ট করবে।