Gmail-এ স্টোরেজ ভর্তি হয়ে গিয়েছে?
মেল আসতে সমস্যা হচ্ছে?
Gmail স্টোরেজ ফাঁকা করতে হবে।
অপ্রয়োজনীয় মেল ডিলিট করে দিন।
তবে ফাইল সাইজ দেখে ডিলিট করতে হবে।
মেল খুলে সার্চ বারে গিয়ে 'has:attachment larger:10M' লিখুন।
এবার 10mb-বেশি সাইজের ফাইলগুলি ডিলিট করে দিন।
এরপর ট্র্যাশ ফোল্ডার থেকেও সব ডিলিট করুন।