সাধের ফোনটি ছাড়া এক মুহূর্তও চলা দায়।

কিন্তু সময় মতো পরিষ্কার করেন কি?

স্মার্টফোন পরিষ্কার রাখার সহজ কিছু উপায় আছে।

আইসোপ্রোফিল অ্যালকোহল ব্যবহার করে স্ক্রিনে ছাপ তুলুন।

স্ক্রিনে সাধারণ কাপড় ব্যবহার করবেন না।

সফ্ট ব্রাস ব্যবহার করে স্পিকার পরিষ্কার করুন।

USB এবং হেডফোন জ্যাকের জন্য ইয়ার বাড ব্যবহার করতে পারেন।