সারাবছর সিলিং ফ্যান পরিস্কার করা বেশ ঝক্কির কাজ অনেকের কাছেই

তবে কিছু সহজ উপায় রয়েছে যাতে আর একে ঝক্কির মনে হবে না

প্রথমেই বিছানার উপর একটি পুরনো চাদর পেতে নিন

এবার  সুতির কাপড় দিয়ে ফ্যানের ব্লেড গুলি  মুছে নিন

এবার ভেজা কাপড় দিয়ে আরেকবার মুছুন

বালিশের কভারের মধ্য়েও ব্লেডগুলি ঢুকিয়ে হালকা টেনে নিন। সব নোংরা বেড়িয়ে আসবে

এছাড়া শুকনো খবরের কাগজ দিয়েও মুছতে পারেন।  সাবান জলে ফ্যানের ব্লেড ডুবিয়ে রাখলেও পরিস্কার হয় ভাল