গরম কাল মানেই আম। আম খাওয়ার জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন আমপ্রেমীরা
তবে মিষ্টি আম শত খুঁজেও ব্যর্থ হন অনেকেই
তবে এটা এমন কিছু কঠিন কাজ নয়। কয়েকটি সহজ উপায়ে মিষ্টি আম চেনা সম্ভব
খোসা দেখেই আম চেনা সম্ভব। খোসায় দাগ থাকলে তা রাসায়নিকভাবে পাকানো আম
আর খোসায় দাগ না থাকলে তা গাছ পাকা এবং মিষ্টি
বলের মতো গোলাকার আম স্বাদে মিষ্টি
এছাড়াও রঙে হলুদ আম অপেক্ষাকৃত বেশি মিষ্টি হয়
আমের ডাঁটির কাছে গন্ধ শুঁকে দেখুন। মিষ্টি আমের ডাঁটির কাছে একটা সুন্দর গন্ধ থাকে