যতদিন যাচ্ছে বেড়েই চলেছে পাকা চুল

আজকাল আর বয়স মানে না এই সমস্যা

নানান শারীরিক ও মানসিক কারণে অল্প বয়সেও চুল পেকে যাচ্ছে

জানেন কি আদা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে?

একটি পাত্রে ২০-৩০ গ্রাম আদা থেঁতো করে নিন

থেঁতো করা আদার সঙ্গে এক থেকে দুই চা-চামচ মধু দিন

এই পেস্টটি ১৫-২০ মিনিট গোটা চুলে লাগিয়ে রাখুন

এবার শ্য়াম্পু করে চুল শুকিয়ে নিন। ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন