ডিম সেদ্ধ কমবেশি সকলের বাড়িতেই খাওয়া হয়
অনেকে তো আবার মাছ, মাংসের থেকেও বেশি পছন্দ করেন ডিম
তবে ডিম ঠিক করে সেদ্ধ করতে অনেকেই পারেন না
ডিম সেদ্ধ করার সময় ভেঙে যায় তো? তে এই কান্ড না হয়, তার জন্য রইল কিছু উপায়
ডিম সেদ্ধ করার সময় জলের মধ্যে একটু নুন দিয়ে দিন। তাহলেই আর ভাঙবে না
সেদ্ধ করার সময় জলে কয়েক ফোঁটা ভিনিগার ফেলে দিন
ডিম সেদ্ধ করার আগে ও পর কখনই ঠান্ডা জলে ডোবাবেন না