নিয়মিত জামাকাপড় কাচা বেশ ঝুঁকিক কাজ অনেকের কাছেই
বিশেষত যাঁদের বাড়িতে ওয়াশিং মেশিন নেই
কিন্তু জানেন কি ওয়াশিং মেশিন কিংবা ডিটাজেন্ট ছাড়াই জামাকাপড় কাচা সম্ভব?
জামাকাপড়ে তেলের দাগ তুলতে প্রথমে টিস্যু দিয়ে কিছুক্ষণ ঘসে নিন
এবার খানিকটা বেবি পাউডার ছিটিয়ে ৩০ মিনিট রেখে দিলেই উঠে যাবে তেলের দাগ
কফি বা চায়ের দাগ তুলতে ব্যবহার করুন বেকিং সোডা
প্রথমে দাগের জায়গায় নুন ও বেকিং সোডা ছিটিয়ে সারারাত রেখে দিন। সকালে উঠে ধুয়ে শুকিয়ে নিন
পোশাকে কালি বা মেকআপের দাগ তুলতে অ্য়ালকোহল ব্য়বহার করতে পারেন