বৃষ্টি হলেও গরমে ঘাম হবে, এটাই স্বাভাবিক।  আর ঘাম হলেই দুর্গন্ধ হবে। সুগন্ধি ব্যবহার এটার কোনও স্থায়ী সমাধান নয়

এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যা এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। কী সেগুলি?

লেবু দু'টুকরো করে কেটে বগলে ঘষে নিন। ফল পাবেন

 টমেটো কেটে তার রস স্নানের জলে মিশিয়ে নিন। এবার এই জল স্নানের জন্য ব্যবহার করুন

গরম জলে গ্রিন টির পাতা দিয়ে ফুটিয়ে নিন। সেই জলে তুলো ডুবিয়ে শরীরে লাগান

ঘাম যুক্ত জায়গায় একই ভাবে লাগান ভিনিগার

 ভিনিগারের সঙ্গে ব্যবহার করতে পারেন বেকিং সোডাও