গরমে গায়ে ঘামের গন্ধ এক বড় সমস্যা। কী করে নিস্তার পাবেন এই দুর্গন্ধ থেকে? জানুন...
ঘাম আসলে গন্ধবিহীন। ত্বকের উপরের স্তরে পৌঁছনোর পর বিভিন্ন ব্যাকটেরিয়ার সঙ্গে মেশার পর ঘামে দুর্গন্ধের সৃষ্টি হয়
পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবেও ঘামে দুর্গন্ধ হয়। আবার শারীরিক অসুস্থতার কারণেও ঘামে গন্ধ হতে পারে
এই সমস্য়া সমাধান করতে প্রতিদিন পরিস্কার, শুকনো অন্তর্বাস পরুন
রোজের পোশার রোজ ধুয়ে দিন। এবং সিন্থেটিকের পোশাক এড়িয়ে সুতির পোশাক পরুন
স্নানের জলে এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন
বগলের নীচে লেবু ঘসে নিন। কারণ পাতিলেবুর রস শরীরের পিএইচ লেভেল কমিয়ে দেয়, ফলে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে না
টমেটোর অ্যান্টিসেপটিক উপাদান ব্যাক্টেরিয়াকে মেরে ফেলে বলে ঘাম থেকে আর দুর্গন্ধ সৃষ্টি হতে দেয় না