ভাত খেয়েদেয়ে একটা টানা ঘুম দেওয়ার অভ্য়েস অনেকেরই রয়েছে
তবে জানেন কি এতে ক্ষতি হতে পারে শরীরের?
জেনে নিন দুপুরে ক্ষণিকের আরামের ফলে কী-কী সমস্যার সম্মুখীন হবেন
গবেষণায় দেখা গিয়েছে, দুপুরে ঘুমোলে হ্রাস পায় মস্তিষ্কের কার্যকারিতা
দুপুরে দীর্ঘক্ষণ ঘুমোলে বাড়ে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি
এছাড়াও বৃদ্ধি পায় কার্ডিওভাসকুলার রোগের সম্ভাবনাও
দুপুরে ঘুমোনর জন্য় দেখা দেয় মেটাবলিক সিনড্রোমের ঝুঁকিও