আমাদের আশেপাশে এরকরম অনেক মানুষ রয়েছে যাঁদের চিকেন ছাড়া দিন চলে না

দুপুর বিকেল রাত চিকেন ছাড়া কিছুই মুখে রচে না তাঁদের

তবে অত্যধিক পরিমাণে চিকেন খেলে হতে পারে বিপদ

চিকেনের মধ্যে সালমোনেলা থাকে, বিশেষত পোলট্রি মুরগির মধ্য়ে

যা শরীরে গিয়ে নানান সমস্য়া তৈরি করে

গবেষণা বলছে, অত্যধিক চিকেন খেলে বাড়তে পারে কোলেস্টেরলের মাত্রাও

বাড়তে পারে ব্লাড প্রেসারও। এছাড়াও অত্যধিক চিকেন ইউটিআই সংক্রমণের কারণও হতে পারে

 অত্যধিক চিকেন খেলে বাড়তে পারে ইউরিক অ্যাসিডের সমস্যাও