যতদিন যাচ্ছে বেড়েই চলেছে ডায়াবেটিসের প্রকোপ

 সাধারণত রক্তে শর্করার মাত্রা ৭০-৯০ mg/dl

রক্তে শর্করার মাত্রা এর থেকে বেশি হলেই আপনি প্রি ডায়াবেটিক

তবে পরীক্ষা না করিয়েও কী করে বুঝবেন আপনিও এই সমস্যার শিকার? লক্ষণ জানুন..

 দৃষ্টি ঝাপসা হয়ে আসে ও ঘনঘন তৃষ্ণা পায়

মূত্রের বেগ আসে ও নার্ভাস লাগেপ

শরীরে  সংক্রমণ দেখা দেয়। বিশেষ করে ইউটিআই সংক্রমণ

 ত্বকে শুষ্কতা ও চুলকানি লক্ষ্য করা যায়