পেঁপে একটি অত্যন্ত সুস্বাদু ও গুণ সম্পন্ন ফল
তবে কিছু রোগের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে এই ফল
NCBI-এর রিপোর্ট অনুযায়ী, কিছু ওষুধের সঙ্গে পেঁপে খেলে তা শরীরে বিক্রিয়া করে রক্তকে পাতলা করে দেয়
যাঁদের শরীরে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম তাঁদের খাওয়া চলবে না পেঁপে
গর্ভবতীদের একোবারেই খাওয়া চলবে না পেঁপেফল
কারণ পেঁপেতে থাকা উপাদান জরায়ুর দেওয়ালের সংকোচন বাড়ায়ল
পেঁপেতে ল্যাটেক্স থাকে যা পেট ব্যথার কারণ হতে পারে