গরম কিংবা শীত সারাবছর মশার উপদ্রোবে নাজেহাল হতে হয়
তবে খেয়াল করে দেখেন কোনও কোনও মানুষকে মশা বেশি কামড়ায়
এর পিছনে রয়েছে কিছু শারীরির কারণও। কী সেগুলি? জানুন
গবেষণায় দেখা গিয়েছে কার্বন ডাই অক্সাইড ছাড়ার সময় মশা মানুষকে চিনতে পেরে ছুটে আসে
দ্যপানের কারণেই মশার কামড় খেতে পারেন কারণ এই গন্ধ মশার খুব প্রিয়
সুগন্ধী মাখলেও মশা বেশি কামড়ায়, এমনটাই জানাচ্ছে সমীক্ষা
এছাড়াও পোশাকের রঙ গাঢ় হলেও মশা বেশি ছেঁকে ধরে