পৃথিবীর সেরা দশ উচ্চতম অট্টালিকা কোনগুলি? রইল হদিশ
এই তালিকায় শীর্ষে রয়েছে দুবাইয়ের বুর্জ খালিফা। এটি ১৬৩ তলা। রেস্তোরাঁ থেকে আমোদের জায়গা কী নেই এখানে!
বুর্জ খালিফার পরে এই তালিকায় রয়েছে চিনের সাঙ্ঘাই টাওয়ার। ভবনটির উচ্চতা প্রায় ৬৩২ মিটার ১২৮ তলা এই ভবনটি। মার্শাল স্ট্রাবালা, অ্যান্ডি কোহেন, জুন জিয়া এবং আর্থার গেনসলার বানিয়েছিলেন এটি
দক্ষিণ কোরিয়ার সিউলি শহরে অবস্থিত লোটে ওয়ার্ল্ড টাওয়ার যাতে ১২৩ টি তলা রয়েছে
এরপর রয়েছে হংকং-এর ইন্টারন্য়াশনাল ফিনান্স সেন্টার। ১১৫ তলা বিস্তৃত এই অট্টালিকা
এই তালিকায় রয়েছে মক্কা রয়্যাল ক্লকটাওয়ার। যার উচ্চতা 601 মিটার। সৌদি আরবে অবস্থিত এটি
চীনের পিঙ্গ অ্যান ইন্টারন্যাশানাল সেন্টার। ১১৫ তলা এই অট্টালিকা
এই তালিকায় রয়েছে সিটিএফ ফিনান্স সেন্টার। চিনে অবস্থিত এটি। ১১১ তলা এটি
এই তালিকায় রয়েছে সিটিএফ ফিনান্স সেন্টার। চিনে অবস্থিত এটি। ১১১ তলা এটি
নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও রয়েছে উচ্চতম ভবনের ভিড়ে। এটি ১০৪ তলা বিস্তৃত
কুয়ালালামপুরের মেরডেকা টাওয়ারের নামও ভুললে চলবে না। এটি ১১৮ তলা বিস্তৃত