রান্না করতে গিয়ে অনেক সময় হাত পুড়ে যায়। জ্বালাভাব কমলেও সহজে দাগ যায় না।
পোড়ার দাগ দূর করা সহজ কাজ নয়। কিন্তু সময় লাগলেও কাজ হতে পারে ছোট্ট টোটকায়।
নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে পোড়া দাগের উপর লাগান।
নারকেল তেলে কর্পূর দিয়ে ভাল করে গরম করুন, যাতে কর্পূর তেলের সঙ্গে মিশিয়ে যায়।
নারকেল তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা ত্বকের উপর থেকে দাগ দূর করে।
দিনে একাধিক বার এই মিশ্রণ লাগালে তবেই উপকার পাবেন।
কার্যকর ফল পাওয়ার জন্য এই সংমিশ্রণটা আপনাকে টানা এক মাস মেখে যেতে হবে।