যখন-তখন বৃষ্টি আসছে, তাই ছাতা সঙ্গে নিয়ে বেরোতে হচ্ছে।
তার সঙ্গে রোদও রয়েছে। তাই সানস্ক্রিনের সঙ্গও ছাড়া যাচ্ছে না।
কিন্তু অনেকেরই অভিযোগ সানস্ক্রিন মাখলে ত্বক ঘামতে থাকে।
তাই সানস্ক্রিনের বদলে মাখতে পারেন নারকেল তেল।
নারকেল তেল ত্বকের উপর সানস্ক্রিনের কাজ করে।
নারকেল তেলের মধ্যে এসপিএফ ৪-৬ রয়েছে।
নারকেল তেল ক্ষতিকারক সূর্যরশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করে।
এছাড়া নারকেল তেল মাখলে চট করে ত্বকের উপর ট্যান পড়ে না।
তাছাড়া নারকেল তেল বর্ষাতেও ত্বকের আর্দ্রতা বজায় রাখে।