গাড়িটি তৈরি করেছে বিএমডব্লিউ, নাম আইএক্স ফ্লো।
আপনার মর্জিমাফিক গাড়ির রং বদলাতে পারবেন।
সাদা, কালো এবং ধূসর – এই তিনটি রংই বদলানো যাবে আপাতত।
কিন্ডল ই-বুকের সঙ্গে অনেক মিল।
কারণ, কিন্ডলে ব্য়বহৃত ই-ইঙ্ক দেওয়া হয়েছে এই গাড়িতে।