যদি চুল ভেজা থাকে তাহলে আঁচড়াবেন না, শুকোতে দিন আগে
ভেজা চুল কখনও বেঁধে রাখবেন না, এতে চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়
চুল ভেজা থাকলে সেই অবস্থায় বিছানায় শুয়ে যাবেন না কখনওই
ভেজা চুল কখনও টাওয়েল দিয়ে মুড়ে রাখবেন না
হিট দিয়ে ভেজা চুল শোকানোর চেষ্টা ভুলেও করবেন না