মাঝেমধ্যে বৃষ্টি দেখা মিললেও, গরমের হাত থেকে নিস্তার নেই।
সকালে রাস্তায় বেরোলে এখনও ভরসা ছাতা, সানস্ক্রিন।
এই অবস্থায় ত্বক চিটচিটে ভাব বাড়ছে। তার সঙ্গে ব্রণ।
ত্বকের হাল ফেরাতে এই মরশুমে ভরসা রাখুন শসা, টক দই, মুলতানি মাটির উপর।
শসার রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে মাখতে পারেন।
আবার টক দইয়ের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়েও বানাতে পারেন ফেসপ্যাক।
এছাড়া মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানাতে পারেন।
এসব ফেসপ্যাক আপনার ত্বকে এনে দেবে কুলিং এফেক্ট।
পাশাপাশি কমিয়ে দেবে ব্রণ, ফুসকুড়ি, ট্যানের মতো সমস্যা। বাড়বে ত্বকের জেল্লাও।