মেটাভার্স প্রযুক্তির সাহায্যে বিয়ে করতে চলেছেন তামিলনাড়ুর এই যুগল, যা দেশে প্রথম বার হচ্ছে।

বিয়ে হবে প্রথা মেনেই। তবে রিসেপশন হবে ভার্চুয়াল দুনিয়ায়, মেটাভার্সে। সব আমন্ত্রিতরা থাকবেন সেই রিসেপশনে।

মেটাভার্সের রিসেপশনের জন্য তাঁরা বেছে নিয়েছেন হ্যারি পটার থিম। কারণ, হ্যারি পটার বর-কনের খুবই প্রিয়।

বর-কনে ল্যাপটপ অন করে ভার্চুয়াল দুনিয়ায় যাবেন, তার পরে এক এক করে আমন্ত্রিতরা ঢুকে যাবেন সেই ভার্চুয়াল ভেন্যুতে।

বর আসলে আইআইটি মাদ্রাসের ব্লকচেন প্রযুক্তি নিয়ে কাজ করেন, যা মেটাভার্সের প্রাথমিক অঙ্গ। প্রযুক্তি-নির্ভর বিয়ের আইডিয়া তাঁরই।

ভার্চুয়াল অবতারে পাত্রের বাবাকে এমনই দেখতে লাগবে।