আসন্ন আইপিএল নিলামে হবে জম্মু ও কাশ্মীরের ১০ ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা!
24 November 2023
২০২৪ সালের আইপিএলের নিলাম হবে ১৯ ডিসেম্বর। এ বারের আইপিএলের নিলাম ভারতে নয়, দুবাইতে অনুষ্ঠিত হওয়ার কথা।
১০ ফ্র্যাঞ্চাইজি এই আসন্ন মিনি নিলামে নিজেদের সাজিয়ে নেওয়ার জন্য ঝাঁপাবে। লক্ষ্য থাকবে যাবতীয় ফাঁক ফোকর পূর্ণ করে নেওয়া।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের ১০ ক্রিকেটার আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে নাম নথিভুক্ত করিয়েছেন।
তার মধ্যে রয়েছেন মুজতবা ইউসুফ, রাসিখ সালাম, পারভেজ রসুল, কামরান ইকবাল, ফাজিল রশিদ, হেনান মালিক, আবিদ মুশতাক, নাসির লোন, আকিব নবী এবং বিভ্রান্ত শর্মা।
মুজতবা কেকেআর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে নেট বোলার হিসেবে কাজ করেছেন। এ বার তিনি একটি দলে স্থায়ী জায়গা পেতে পারেন।
২০২৩ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে জম্মু-কাশ্মীরের বিভ্রান্ত শর্মা তিনটি ম্যাচ খেলেছিলেন।
পারভেজ রসুল এর আগের তিনটি আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। তাক পরও তিনি আসন্ন আইপিএল নিলামে ফের নিজের নাম লিখিয়েছেন।
আব্দুল সামাদ ও উমরান মালিককে ধরে রেখেছে SRH। অন্যদিকে রাসিখ সালাম বয়স ভাড়ানোর জন্য নির্বাসিত হওয়ার আগে, মুম্বই ইন্ডিয়ান্স অ্যাকাডেমিতে নিয়মিত ট্রেনিং নিতেন।