পারফরম্যান্সের নিরিখে নয়, উচ্চতায় সবার সেরা কোন ক্রিকেটাররা?
08 December 2023
ক্রিকেটের ময়দানে পারফরম্যান্সের বিচারে কোনও কোনও তারকা এগিয়ে যান। কেউ আবার পিছিয়েও যান।
তবে এ বার পারফরম্যান্স নয়, উচ্চতার নিরিখে এগিয়ে কোন তারকারা? চোখ বুলিয়ে নিন এক বার...
এই তালিকায় সবার প্রথমে রয়েছেন মহম্মদ ইরফান। এই পাকিস্তানি ক্রিকেটারের উচ্চতা ৭ ফুট ১ ইঞ্চি।
এরপর এই তালিকায় রয়েছেন জোয়েল গার্নার। ওয়েস্ট ইন্ডিজের এই তারকার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি।
গার্নারের পর উচ্চতার বিচারে এগিয়ে অজি তারকা পিটার জর্জ। তাঁর উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। একই উচ্চতা আইরিশ তারকা বয়েড ব়্যাঙ্কিং।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডারের উচ্চতাও কম নয়। তাঁর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি।
এই একই উচ্চতা ওয়েস্ট ইন্ডিজ তারকা সুলেমান বেনের। তাঁর সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন ক্রিস ট্রেমলেট।
উচ্চতার তালিতায় রয়েছেন কার্টলি অ্যাম্বোর্স। তাঁরও উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। এরপর ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা নিয়ে অ্যাম্বোর্সর পরে রয়েছেন মর্নি মরকেল।
আরও পড়ুন