আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড রয়েছে বিরাট কোহলির। তিনি ১১৫টি ম্যাচে ৪০০৮ রান করেছেন।
সবচেয়ে বেশি ৫০+ রান - টি-টোয়েন্টি ফর্ম্যাটে সবচেয়ে বেশি ৫০+ রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। টি-২০তে ১টি শতরান এবং ৩৮টি ৫০+ রান রয়েছে বিরাটের ঝুলিতে।
সবচেয়ে দ্রুত ৩ হাজার এবং সাড়ে তিন হাজার রান - টি-২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৩ হাজার এবং সাড়ে তিন হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন বিরাট কোহলি।
ভারতের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮১টি ইনিংসে বিরাট কোহলি ৩০০০ রান করেছেন। এবং ৯৬টি ইংনিংসে ৩৫০০ রান করেছেন বিরাট।
সবচেয়ে বেশি বার ম্যাচের সেরার পুরস্কার - ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি টি-২০ ক্রিকেটে ১৫ বার ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন।
সবচেয়ে বেশি বার টুর্নামেন্টের সেরার পুরস্কার - টি-২০ সিরিজে সবচেয়ে বেশি বার টুর্নামেন্টের সেরার পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি। তিনি টি-২০ সিরিজে ৭ বার টুর্নামেন্টের সেরা হয়েছেন।
সর্বাধিক গড় - আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে টি-২০ ক্রিকেটে সর্বাধিক গড় থাকা ক্রিকেটারদের তালিকায় বিরাট কোহলির গড় ঈর্ষণীয়। টি-২০তে তাঁর সর্বাধিক গড় ৫২.৭৩।
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকে দেশের হয়ে টি-২০ ফর্ম্যাটে খেলেননি বিরাট কোহলি। এ বারে দেখার আসন্ন আফগানিস্তান (টি-২০) সিরিজে তিনি খেলেন কিনা।