18 May 2024

টি-টোয়েন্টি বিশ্বকাপে 'সপ্তরথী' কারা?

Credit -  X

TV9 Bangla

আর কয়েক দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণ। তার আগে এক ঝলকে দেখে নিন এই মেগা ইভেন্টে সবচেয়ে বেশি বার খেলেছেন কোন ক্রিকেটাররা।

বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন। এখনও অবধি রোহিত বিশ্বকাপের গত ৮টি সংস্করণে খেলেছিলেন।

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন এই তালিকায়। সাকিব আল হাসান এখনও অবধি টি-২০ বিশ্বকাপের গত ৮টি সংস্করণেই খেলেছেন।

অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এই তালিকাতে রয়েছেন। তিনি ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া টিমের সদস্য ছিলেন। এই নিয়ে তিনি অষ্টম বার বিশ্বকাপে অংশ নিতে চলেছেন।

বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এই নিয়ে অষ্টম বার টি-২০ বিশ্বকাপে অংশ নিতে চলেছেন। এর আগে তিনি ২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২১ সালের বিশ্বকাপে খেলেছেন।

ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৪ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। ক্যারিবিয়ান তারকা ২০০৭ সাল থেকে ২০২১ সাল অবধি হওয়া প্রতিটি টি-২০ বিশ্বকাপে খেলেছেন।

ক্রিস গেইলের পর এই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভো। তিনি ২০০৭ থেকে ২০২১ অবধি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭টি সংস্করণে খেলেছেন।

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহিমও এই তালিকায় রয়েছেন। তিনি এখনও অবধি ৭বার (২০০৭, ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০২১) টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।