বিরাট-যুবি টি-২০তে রান তাড়ায় শূন্যতা যাঁদের স্পর্শ করতে পারেনি
Credit - X
TV9 Bangla
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করতে নেমে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি কখনও শূন্যে আউট হননি। ৪৬ টি টি-২০ ম্যাচে রান তাড়া করেছেন বিরাট কোহলি।
দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার এই তালিকায় রয়েছেন। তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪৩টি ম্যাচে রান তাড়া করেছেন। এবং একটি ম্যাচেও শূন্যে আউট হননি।
বিরাট, মিলারের মতো ইংল্যান্ডের ডেভিড মালানও এই তালিকায় রয়েছেন। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ৩৬টি ম্যাচে রান তাড়া করেছেন। কিন্তু কখনও শূন্যে আউট হননি।
পাপুয়া নিউ গিনির আসাদ ভালাও এই তালিকায় বিরাট কোহলি, ডেভিড মিলারদের সঙ্গে জায়গা করে নিয়েছেন। তিনি ৩০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে রান তাড়া করেছেন, কিন্তু শূন্যে আউট হননি।
ওয়েস্ট ইন্ডিজের মার্লন স্যামুয়েলসও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়ায় কখনও শূন্যে আউট হননি। তিনি ২৮ টি টি-২০ ম্যাচে রান তাড়া করেছিলেন।
শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার কুশল পেরেরা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৭টি ম্যাচে রান তাড়া করেছেন। সেই ক'টি ম্যাচে তিনি শূন্যতার স্বাদ পাননি।
অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৬টি ম্যাচে রান তাড়া করেছেন। তাতে তিনি শূন্যে আউট হননি।
ভারতের বিশ্বজয়ী তারকা অলরাউন্ডার যুবরাজ সিংও এই তালিকায় রয়েছেন। তিনি ভারতের হয়ে ২৫টি টি-২০ ম্যাচে রান তাড়া করেছেন। কিন্তু একটি ম্যাচেও শূন্যে আউট হননি।