IPL-এর 'নবগ্রহ', জন্মলগ্ন থেকে ছাড়েননি যাঁরা সঙ্গ
TV9 Bangla
Credit - PTI, X
২০০৮ সালের আইপিএলে খেলেছেন, এমন মোট ৯ জন ক্রিকেটার রয়েছেন, যাঁরা এ বারের আইপিএলেও খেলবেন। তালিকায় প্রথমেই মহেন্দ্র সিং ধোনির নাম করতে হয়।
বিরাট কোহলিও তেমন এক ক্রিকেটার, যিনি আইপিএলের জন্মলগ্ন থেকে টিমটার সঙ্গে যুক্ত। তিনি আরসিবির হয়ে ১৭টা মরসুম কাটিয়েছেন।
এই তালিকায় রয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। তিনি সিএসকেতে ফিরেছেন এ বার। মোট ৫টি আলাদা আলাদা দলের হয়ে আইপিএলে খেলেছেন অশ্বিন।
আইপিএলের জন্মলগ্ন থেকে এই টুর্নামেন্টে খেলা চালিয়ে যাচ্ছেন রবীন্দ্র জাডেজা। তিনি এখন রয়েছেন সিএসকেতে। জাডেজাও ৫টি আলাদা আলাদা দলের হয়ে আইপিএলে খেলেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও আইপিএলের জন্মলগ্ন থেকে এই লিগের সঙ্গে যুক্ত। মুম্বইকে ৫ বার চ্যাম্পিয়ন বানিয়েছেন রোহিত।
এ বারের আইপিএলে মনীশ পান্ডেকে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। তিনি টুর্নামেন্টের জন্মলগ্ন থেকে থেকে এই লিগের সঙ্গে যুক্ত।
১৮তম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি এই টুর্নামেন্টের সঙ্গে ২০০৮ সাল থেকে যুক্ত।
সিনিয়র তারকা বোলার ইশান্ত শর্মাও রয়েছেন এই তালিকায়। এ বারের আইপিএলে ইশান্ত শর্মাকে খেলতে দেখা যাবে গুজরাট টাইটান্সের জার্সিতে।
১৯ বছর বয়সে ২০০৮ সালের আইপিএলে খেলেছিলেন স্বপ্নিল সিং। সে বার তিনি মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন। এবার খেলবেন আরসিবিতে।