11 January 2024

'আমি ওর ফ্যান...', সঞ্জুকে প্রশংসায় ভরালেন এবিডি

Credit -  X

TV9 Bangla

বর্তমানে ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে রয়েছেন কেরলের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি আফগানদের বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স এ বার প্রশংসায় ভরালেন কেরলের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনকে।

উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন কয়েকদিন আগে কেরলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলছিলেন। তিনি আফগানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পাওয়ায় এখন রয়েছেন জাতীয় দলের সঙ্গে।

২১ ডিসেম্বর পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সঞ্জু স্যামসন।

ফর্মে থাকা সঞ্জু স্যামসন যে আফগানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পাবেন, তেমন আশা করেছিলেন তাঁর অনুরাগীরা।

সঞ্জু সেই সুযোগ পাওয়ায় বিরাট খুশি তাঁর ভক্তরা। এ বার দেখার মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে সঞ্জু একাদশে সুযোগ পান কিনা।

সঞ্জু এই সিরিজে সুযোগ পাওয়ায় এবিডি জানিয়েছেন, তিনি বিরাট খুশি। এবিডির কথায়, রাজস্থান রয়্যালসের হয়ে বছরের পর বছর ধরে ও ভালো পারফর্ম করেছে।

সঞ্জু আফগানদের বিরুদ্ধে সুযোগ পাওয়ার পর এবিডি তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'আমি সঞ্জুর বড় ভক্ত। ও আফগানদের বিরুদ্ধে সুযোগ পাওয়ায় আমি খুব খুশি।'