ভারতের মাটিতে চলতি বিশ্বকাপে পাকিস্তান চরম ব্যর্থ হয়েছে। দেশে ফিরে পাকিস্তানের ক্যাপ্টেন্সির দায়ভার ছেড়ে দিয়েছেন বাবর আজম। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে গ্রিন আর্মি।
এ বার বাবরের জায়গায় পাক ক্রিকেট টিমের ক্যাপ্টেন হলেন কে? পাকিস্তানের সামনে ওডিআই ম্যাচ নেই। তাই টি-২০ ও টেস্টে আপাতত ক্যাপ্টেন বেছে নিয়েছে পাকিস্তান।
ভারতে বিশ্বকাপ খেলার পর পাকিস্তানে ফিরে পিসিবি প্রধান জাকা আশরফের সঙ্গে বৈঠক করেন বাবর আজম। তারপরই পাক টিমের ক্যাপ্টেন্সি ছেড়ে দেন বাবর।
পিসিবি তাদের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে শান মাসুদকে। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের জন্য তাঁকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হল।
বাবরের জায়গায় পাকিস্তানের হয়ে এ বার আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। টি-২০তে তারুণ্যে ভরসা রাখল পাক ক্রিকেট বোর্ড।
৩৪ বছর বয়সী শান মাসুদ পাকিস্তানের হয়ে এখনও অবধি ৩০টি টেস্টে খেলেছেন। ৯টি ওডিআই এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। টেস্টে তাঁর সংগ্রহ ১৫৯৭ রান।
পাকিস্তানের তরুণ তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি অল্প বয়সেই নিজের জাত চিনিয়েছেন। এখনও অবধি তিনি পাকিস্তানের হয়ে ২৭টি টেস্টে, ৫৩টি ওডিআইতে এবং ৫২টি টি-২০ ম্যাচ খেলেছেন।
শাহিন শাহ আফ্রিদি ইতিমধ্যেই টেস্টে এবং ওডিআইতে যথাক্রমে ১০৫টি ও ১০৪টি উইকেট নিয়েছেন। ৫২টি টি-২০-তে শাহিনের সংগ্রহ ৬৪টি উইকেট। এ বার দেখার তিনি নেতৃত্বের দায়িত্ব কেমন সামলান।