ভারতের দায়িত্ব কি পাকাপাকি পাবেন? ভগবানের দরজায় লক্ষ্মণ

25 November 2023

বিশ্বকাপ পর্ব শেষ হয়ে গিয়েছে। এ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং রানার্স ভারত মুখোমুখি টি-২০ সিরিজে। এই সিরিজে ভারতের কোচের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ।

টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভারতীয় দলের দায়িত্বে এর আগেও বিভিন্ন সিরিজে দেখা গিয়েছে ভিভিএস লক্ষ্মণকে। 

ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে। যে কারণে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার কোচিং করাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ।

সিরিজের প্রথম ম্যাচ ছিল বিশাখাপত্তনমে। তারপরই শ্রী বীর ভেঙ্কট সত্যনারায়ণ স্বামী মন্দিরে পৌঁছে গিয়েছিলেন দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

ইন্সটাগ্রামে ভিভিএস লক্ষ্মণ শ্রী বীর ভেঙ্কট সত্যনারায়ণ স্বামী মন্দির দর্শনের এক ভিডিয়ো শেয়ার করেছেন। এই ভিডিয়োটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

ওডিআই বিশ্বকাপের মাঝেই শোনা গিয়েছিল, টুর্নামেন্ট শেষ হওয়ার পর রাহুল দ্রাবিড় আর ভারতের হেড কোচের চুক্তি আর বাড়াবেন না।

শোনা গিয়েছে, রাহুল দ্রাবিড়ের জায়গায় টিম ইন্ডিয়ার নতুন হেড কোচের দায়িত্ব পেতে পারেন ভিভিএস লক্ষ্মণ। তা হলে কি সেই জন্যই ভগবানের দরজায় গেলেন লক্ষ্মণ?

ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ তিরুবনন্তপুরমে। টিম ইন্ডিয়া ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেখানে। আগামিকাল গ্রিনফিল্ডে রয়েছে এই ম্যাচ।