কোটি টাকায় ভর্তি ঝুলি, IPL-এর কোন টিমে ক'টি স্লট খালি?
Credit - X
TV9 Bangla
আইপিএল নিলামে ৩৩৩জন ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা শুরু হবে দুপুর ১টা থেকে। কোটি কোটি টাকা নিয়ে নিলামে ঝাঁপাবে ১০ দল। IPL-এর কোন টিমে ক'টি স্লট খালি জানেন।
আইপিএল নিলাম থেকে ১২ জন ক্রিকেটার নেওয়ার স্লট ফাঁকা রয়েছে কেকেআরের। সেখানে ৪ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে কিং খানের দল।
এ বারের আইপিএল নিলাম থেকে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের ৯ জন ক্রিকেটার নেওয়ার স্লট ফাঁকা রয়েছে। তাতে DC ৪ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে।
পঞ্জাব কিংস আইপিএল নিলাম থেকে ৮ জন ক্রিকেটারকে দলে নিতে। তাঁর মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগও থাকছে PBKS এর কাছে।
মুম্বই ইন্ডিয়ান্স এ বারের আইপিএল নিলামে ৮ জন ক্রিকেটারকে দলে নিতে পারে। তাতে ৩ জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগও থাকছে MI এর।
পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মতো সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের কাছেও সুযোগ রয়েছে ৮ জন ক্রিকেটারকে নিলাম থেকে দলে নেওয়ার।
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এ বারের আইপিএলের নিলাম থেকে ৬ জন ক্রিকেটারকে নিতে পারবে। তার মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকবে RCB-র।
গুজরাট টাইটান্স টিম আইপিএল নিলাম থেকে ৮ জন ক্রিকেটারকে নিতে পারবে। তার মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়ারও সুযোগ থাকবে শুভমন গিলের GT-র কাছে।
সানরাইজার্স হায়দরাবাদ এ বারের আইপিএল নিলাম থেকে আর ৬ জন ক্রিকেটারকে নিতে পারবে। তার মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে SRH-এর।
মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস আইপিএল নিলাম থেকে আর ৬ জন ক্রিকেটারকে নিতে পারবে। তার মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ার সুযোগ থাকছে CSK-র।
লখনউ সুপার জায়ান্টস ৬ জন ক্রিকেটারকে আইপিএল নিলাম থেকে দলে নিতে পারবে। তার মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকছে লোকেশ রাহুলের LSG-র।